হবিগঞ্জ প্রতিনিধি : সোমবার, ১২ ফেব্রুয়ারি ২০১৮ : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে হবিগঞ্জে মানববন্ধন করেছে জেলা বিএনপি। সোমবার সকাল ১১টায় পৌরসভার সামনের রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক জি কে গউছের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সহ-সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম, এনামুল হক, মিজানুর রহমান চৌধুরী, যুবদল সভাপতি আজিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক মিয়া মো. ইলিয়াছ প্রমূখ।
অপরদিকে, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. এনামুল হক সেলিমের নেতৃত্বে শায়েস্তানগর ঈদগাহের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, আমিনুল ইসলাম বাবুল, মো. কবির হোসেন প্রমূখ।
বক্তারা অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দাবি করে আওয়ামী লীগের পাতানো ফাঁদে পা না দেয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকার নিজেরা জ্বালাও পোড়াও করার জন্য বিভিন্ন ফাঁদ পাতলেও বিএনপি নেত্রীর নির্দেশে তাদের এ পরিকল্পনা নস্যাৎ হয়ে গেছে।