ঢাকা ২৮শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৫ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২০
সানডেসিলেট প্রতিবেদকঃ সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, বর্তমানে সারাদেশে তীব্র শ্বৈত্যপ্রবাহ শুরু হওয়ায় শীতার্ত মানুষ অসহায় জীবন যাপন করছে। এমতাবস্থায় সমাজের বিত্তবান মানুষ, স্বেচ্ছাসেবী সংগঠনসহ রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দকে শীতার্তদের পাশে দাঁড়াতে হবে। তিনি বলেন, সরকারের পাশাপাশি নিজেদের পরিচিত বিত্তবান মানুষদের উদ্বুদ্ধ করে শীতার্ত জনসাধারণের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে।
শনিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর ছড়ারপাড়স্থ সাবেক সিটি মেয়র মরহুম বদর উদ্দিন কামরানের বাসার সামনে ওয়েব অব হিউম্যানিটি এল্যাইন্স, সিলেট ও মানবতার তরঙ্গ জোট সিলেট এর শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী মুহিবুর রহমান সুমনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি বুরহান উদ্দিন, জাহেদ আহমদ, খসরুল ইসলাম, অন্যান্যদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি মোহাম্মত খসরুল হোসেন, আরজান আহমদ, সাধারণ সম্পাক আলেক মিয়া, সহ-সাধারণ সম্পাদক মেহেদী ইসলাম তাফাদার, আইন সম্পাদক এডভোকেট সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক কাজী ইয়াসিন, সুমন কুমার নাথ, নয়ন দেব, নুরুল আমিন জনি, সম্পাদক মেহেরাব আমীন আল রিয়া, রাজীব আহমদ, শিমুল মোদক, সৈয়দ শায়েখ, জাহিদ হাসান খান, রিহান আহমদ, তন্ময় বড়ুয়া প্রমুখ।
সানডেসিলেটডটকম /১২ ডিসেম্বর ২০২০
About Us Contact Us Privacy Policy Terms and Conditions
Design and developed by ওয়েব হোম বিডি