ঢাকা ১লা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৬ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২১
সানডেসিলেটঃ স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে উদযাপন কমিটি গঠনের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ জানুয়ারি) নগরীর শাহী ঈদগাহস্থ একটি চাইনিজ রেস্টুরেন্টের হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় গোপাল বাহাদুরকে আহ্বায়ক ও রেজওয়ান আহমদকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক গোলাম জাকারিয়া চৌধুরী শিপলু, সদস্য আনোয়ার হোসেন, ইয়ামিন আহমদ চৌধুরী মুন্না, রুপা আলী, লায়েক আহমদ, গপ্পু বাহাদুর, সজিব আহমদ, ফয়সল আহমেদ, উত্তম বাহাদুর।
উদযাপন কমিটি গঠন করে স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে সুরমা বয়েজ ক্লাবের ২দিন ব্যাপী কর্মসূচী ঘোষণা করা হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে ১ম দিন পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচী শুরু হবে, নতুন প্রজম্ম কে মুক্তিযোদ্ধের গল্প শুনাবেন বীর মুক্তিযোদ্ধারা। ২য় দিন মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সানডেসিলেটডটকম / ৫ জানুয়ারি ২০২১
About Us Contact Us Privacy Policy Terms and Conditions
Design and developed by ওয়েব হোম বিডি