ঢাকা ৭ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২১
সাংস্কৃতিক প্রতিবেদকঃ প্রতিভাবান শিল্পী সুবর্ণা রহমানের কন্ঠে রঙ্গন মিউজিকের ব্যানারে এবার মুক্তি পেলো মিউজিক ভিডিও ‘ওগো বারে বারে…..’। রঙ্গন মিউজিক ইউটিউব চ্যানেলে বিশিষ্ট কবি ও গীতিকার জামাল হোসেনের কথায়, হৃদয় হাসিনের সুরে, হৃদয় হাসিনও সায়েম রহমান এর কম্পোজিশনে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি ২০২১) মিউজিক ভিডিওটি মুক্তি পায়।
রাজধানী ঢাকার মগবাজারস্থ রঙ্গন’র কার্যালয়ে মিউজিক ভিডিওটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন গীতিকার জামাল হোসেন। নয়নাভিরাম লোকেশনে মিউজিক ভিডিওটি নির্মাণ করেছে তানভীর শেহজাদ। মিউজিক ভিডিওটি রঙ্গন মিউজিক ইউটিউব চ্যানেল এবং রঙ্গন মিউজিক অফিসিয়াল পেজে মিউজিক বিডিওটি দেখা যাবে ।
‘ওগো বারে বারে—-’ গানটি প্রসঙ্গে শিল্পী সুবর্ণা রহমান বলেন, গানটির কথাগুলো যেমন সুন্দর, সুরও তেমনি রোমান্টিক। তাই গানটি আমার খুবই পছন্দের। গুণীজনরাও গানটি শুনে খুব প্রশংসা করেছেন। আশা করি দর্শকদেরও গানটি খুব ভালো লাগবে।
About Us Contact Us Privacy Policy Terms and Conditions
Design and developed by ওয়েব হোম বিডি