ঢাকা ১লা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৬ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২১
নিজস্ব প্রতিবেদকঃ সুনামগঞ্জ পৌরসভা নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে টানা ২য় বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাদের বখত। নৌকা প্রতিক নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাদের বখত পেয়েছেন ২১ হাজার ৬৬৯ ভোট।তার প্রতিদ্বন্দ্বি বিএনপির প্রার্থী মোরশেদ আলম ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৮৮৫ ভোট। আর হাতপাখা প্রতীকে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী মো. রহমত উল্লাহ পেয়েছেন ২ হাজার ৩১৪ ভোট।
সুনামগঞ্জ পৌরসভা নির্বাচনে ২৩টি কেন্দ্রে ২৯ হাজার ৮৬৮ ভোটের মধ্যে নাদের বখত একাই পেয়েছেন ২১ হাজার ৬৬৯ ভোট।
শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত পৌরসভার ২৩ টি কেন্দ্রে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হয়। নির্বাচনে মোট ৬৫ শতাংশ ভোট প্রয়োগ হয়। সন্ধ্যায় রিটানিং কর্মকর্তার কার্যালয় থেকে এই বেসরকারি ফলাফল পাওয়া গেছে।
About Us Contact Us Privacy Policy Terms and Conditions
Design and developed by ওয়েব হোম বিডি