সুনামগঞ্জ প্রতিনিধি : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০১৭ : সুনামগঞ্জ সদরের তাহিরপুর উপজেলার চারাগাঁও থেকে বিপুল পরিমাণ চুনাপাথর জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এদিকে অন্য এক অভিযানে আশাউড়া সীমান্ত থেকে ৯ বোতল ভারতীয় মদ জব্দ করে বিজিবি।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি। এর আগে বুধবার (২৭ ডিসেম্বর) ভোরে এসব জব্দ করা হয়।
সুনামগঞ্জ-২৮ বিজিবি অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল নাসির উদ্দিন আহমেদ জানান, সদর উপজেলার আশাউড়া সীমান্ত মেইন পিলার ১২২২-এর কাছ থেকে ৯ বোতল মদ জব্দ করা হয়। এর মূল্য ১৩ হাজার ৫০০ টাকা হবে।
অপরদিকে তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্ত পিলার ১১৯৫/১-এস এর কাছ থেকে ৬৫০ ঘনফুট চুনাপাথর জব্দ করা হয়। যার মূল্য ১ লাখ ৪ হাজার টাকা।
এ ব্যাপারে স্থানীয় থানায় মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।