ঢাকা ১লা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৬ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২১
সানডেসিলেট ডেস্কঃ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ‘সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন’ প্রকল্পটি অনুমোদন দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি ও মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম.এ মান্নান এমপিকে শুভেচ্ছা কৃতজ্ঞতা জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেন- বৃহত্তর সিলেটবাসীর প্রাণের দাবি সিলেট -ঢাকা ৪+২ লেন করার প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন দেয়ায় আমরা অশেষ কৃতজ্ঞতা ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি মানবতার মা জননী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি ও মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম.এ মান্নান এমপিকে।
সিলেটবাসী আপনাদের এই প্রচেষ্ঠা আর উন্নয়নের কথা ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখে রাখবে।
প্রসঙ্গত, আজ মঙ্গলবার সকালে অনুষ্ঠিত একনেক সভায় প্রায় ১৯ হাজার ৮৪৪ কোটি ৫৭ লাখ টাকা খরচে ৯টি প্রকল্প অনুমোদন দিয়েছে। এর মধ্যে রয়েছে ‘সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন’ প্রকল্প। প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে এ অনুমোদন দেয়া হয়।
About Us Contact Us Privacy Policy Terms and Conditions
Design and developed by ওয়েব হোম বিডি