ঢাকা ২৬শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৩ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২১
সানডেসিলেটঃ সিলেট-ঢাকা মহাসড়ক মৃত্যুকুপে পরিণত হয়েছে। এ মহাসড়কে নিয়মিত ঘটছে দূর্ঘটনা। সিলেট-ঢাকা মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষে এবার মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী।
মঙ্গলবার (৫ জানুয়ারি) বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ফরিদ মিয়া(২৫) শায়েস্তাগঞ্জ উপজেলার ভাটি বাঙ্গাল গ্রামের লাল মিয়ার ছেলে। তিনি কাতার প্রবাসী বলে জানিয়েছে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) মনির জানান, কাতার প্রবাসী ফরিদ মিয়া মোটরসাইকেল যোগে দেওন্দি থেকে শায়েস্তাগঞ্জ যাচ্ছিলেন। মহাসড়ক ক্রসিংয়ের সময় ঢাকা থেকে সিলেটগামী একটি মাইক্রোবাসের সাথে সংঘর্ষ ঘটে। এতে তিনি গুরুত্বর আহত হন।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মাইক্রোবাসসহ চালককে আটক করা হয়েছে।
About Us Contact Us Privacy Policy Terms and Conditions
Design and developed by ওয়েব হোম বিডি