সিলেট জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য জি এম বাপ্পিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা রাতে গোলাপগঞ্জের টিকরবাড়ি এলাকা থেকে গোলাপগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী জানান, সে একটি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি।
এদিকে সিলেট নগরীর কুমারপাড়াস্থ যুবদল নেতার শিশু ছেলের জন্মদিনের অনুষ্ঠান থেকে সিলেট জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জিএম বাপ্পীকে মামলাবিহীন গ্রেফতার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ।
সোমবার (২৩ নভেম্বর) সিলেট মহানগর যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিব ও জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু এক বিবৃতিতে বলেন, যুবদল নেতার শিশু ছেলের জন্মদিনে অনুষ্ঠানে পুলিশের উপস্থিতি কারনে জন্মদিন অনুষ্ঠান সুষ্ঠুভাবে পালন করার জন্য অনুরোধ জানালে যুবদল নেতা জিএম বাপ্পীকে গ্রেফতার করে নিয়ে যায়। অথচ যুবদল নেতা জিএম বাপ্পীর নামে কোন ধরনের মামলা এখনও পুলিশ দেখাতে পারেনি। কিন্তু কোন কারনে জিএম বাপ্পীকে গ্রেফতার করা হয়েছে।
নেতৃবৃন্দ বলেন, জাতীয়তাবাদীর আদর্শকে দমাতে একের পর এক নেতাকর্মীকে হয়রানী ও মামলা- হামলা করা হচ্ছে। মামলা-হামলা করে জাতীয়তাবাদী আদর্শকে দমানো যাবে না। নেতৃবৃন্দ জিএম পাপ্পীকে গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে সিলেট জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জিএম বাপ্পীকে মুক্তি দিতে প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।