ঢাকা ২৮শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৫ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২০
নিজস্ব প্রতিবেদক:: সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি আল আজাদ ও সাধারণ সম্পাদক পদে ছামির মাহমুদ হয়েছেন। ২০২১-২২ মেয়াদে জেলা প্রেসক্লাবের দিনব্য্যাপী নির্বাচনে ক্লাব ভোটারদের গোপন ব্যালটের মাধ্যমে নেতৃত্ব লাভ করেছেন তারা।
সভাপতি পদে আল আজাদ ৬১ ভোট এবং প্রতিদ্বন্দী সভাপতি প্রার্থী অপূর্ব শর্মা ৩৭ ভোট পেয়েছেন আর সাধারণ সম্পাদক পদে ছামির মাহমুদ ৫৬ ভোট আর প্রতিদ্বন্দ্বী সাধারণ সম্পাদক প্রার্থী নাসির উদ্দিন পেয়েছেন ৩৩ ভোট।
এর আগে বেলা দুইটা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
পরে বিকাল সাড়ে ৫টা থেকে ভোট গনণা শুরু হয়। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে নগরীর জিন্দাবাজারস্থ ক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১০৪ জন ভোটারের মধ্যে ৯৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে বিজয়ী অন্য প্রার্থীরা হলেন সহ-সভাপতি (প্রথম) মঈন উদ্দিন, সহ-সভাপতি এস সুটন সিংহ, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ রাসেল, কোষাধ্যক্ষ মিসবাহ উদ্দিন আহমদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শংকর দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল হক শিপু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুলতান আহমদ, পাঠাগার সম্পাদক মঞ্জুর হোসেন খান, দপ্তর সম্পাদক এসএম রফিকুল ইসলাম সুজন, নির্বাহী সদস্য পদে ইউসুফ আলী, মাহমুদ হোসেন ও মিঠু দাস জয় নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্যের একটি পদে দুইজন প্রার্থী সমান সংখ্যক ভোট পেয়েছেন।
সানডেসিলেটডটকম/ ১২ ডিসেম্বর ২০২০/ রাই
About Us Contact Us Privacy Policy Terms and Conditions
Design and developed by ওয়েব হোম বিডি