সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন’র ব্যুরো প্রধান এবং সিলেটভিউ২৪ডটকম’র সম্পাদক ও প্রকাশক শাহ্ দিদার আলম নবেল করোনা ভাইরাসে আক্রান্ত।
রবিবার তাঁর সুস্থতা কামনায় সিলেটভিউ২৪ডটকম’র প্রধান আলোকচিত্রী সাংবাদিক মো. শাহীন আহমদের উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) সকালে সিলেট আখালিয়াস্থ হযরত শাহ ওলিউল্লাহ (রহঃ) জামেয়া ইসলামিয়া রইছুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন- সাংবাদিক শাহীন আহমদ, মৃনাল কান্তি দাসসহ বিভিন্ন সাংবাদিক ও এলাকার মুরব্বীগণ এবং মাদ্রাসার হাফিজ ছাত্ররা।
মোনাজাতে শাহ্ দিদার আলম নবেল এর রোগ থেকে দ্রুত মুক্তি লাভে আশায় আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিল পরিচালনা করেন হযরত শাহ ওলিউল্লাহ (রহঃ) জামেয়া ইসলামিয়া রইছুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় প্রিন্সিপাল মাওলানা রইছ উদ্দিন।