ঢাকা ২৮শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৫ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২০
নিজস্ব প্রতিবেদকঃ করোনা মহামারীর কারনে এবারে বিজয় দিবসের কর্মসূচি সংক্ষিপ্ত করায় আনুষ্ঠানিক ভাবে স্বাধীনতার সূর্য সন্তানদেরকে প্রতিবারের ন্যায় সংবর্ধিত করা যাচ্ছেনা। তাই সিলেট জেলা পরিষদের ১নং ওয়ার্ড সদর উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকার বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের কাছে জেলা প্রশাসনের সহযোগীতায় বিজয় দিবসের উপহার নিজ নিজ ইউনিয়নে এমনকি বাড়ী বাড়ী গিয়ে পৌছিয়ে দিচ্ছে সিলেট জেলা পরিষদের একটি প্রতিনিধি দল।
রোববার (১৩ ডিসেম্বর) সদর উপজেলার ৪নং খাদিমপাড়া ও ৫নং টুলটিকর ইউনিয়নে পৃথক পৃথক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয় ।
খাদিমপাড়ায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আফছর আহমদের সভাপতিত্বে পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ।
বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ্জ জাহুরা রওশন জেবিন।
জেলা পরিষদের সার্ভেয়ার মফিজুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা হাজী ইশাদ আলী, উপজেলা প্রশাসনের প্রতিনিধি নির্বাচন কর্মকর্তা মোঃ ইমদাদুল হক। টুলটিকর ইউনিয়নে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আলী হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন (মতিচান) উভয় ইউপির সচিব বৃন্দ, জেলা যুবলীগ নেতা আবুল হাসান কাসেম, কামরুজ্জামান শাহীন, সোহেল আহমদ রিপন, সোহেলা আহমদ, ডাঃ এম এ ওয়াহিদ, মোঃ সাইদুল ইসলাম খাঁন প্রমূখ।
এদিকে শনিবার (১২ ডিসেম্বর) সদর উপজেলার ৬নং টুকেরবাজার ইউনিয়ন ও ৭নং মোগলগাঁও ইউনিয়ন ও ৮ নং কান্দিগাঁও ইউনিয়নে পৃথক পৃথক সংক্ষিপ্ত অনুষ্ঠনের মাধ্যমে উপহার সামগ্রী তুলে দেওয়া হয় বীর মুক্তিযুদ্ধাদের হাতে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ্জ জাহুরা রওশন জেবিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ শাহানূর।
জেলা পরিষদের সাঁটলিপিকার এ. কে. এম কামারুজ্জামান মাসুম এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ৮ নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, ৬ নং টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ আহমদ, ৭ নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হিরণ মিয়া, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম, আব্দুল কাদির ফটিক, রইছ আলী, উপজেলা প্রশাসনের প্রতিনিধি মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম রব্বানী মজুমদার, আমার বাড়ী আমার খামার প্রকল্প কর্মকর্তা প্রীয়ব্রত রায়, উপজেলা রিসোর্ট সেন্টারের ইন্সট্রাক্টর আনিছুর রহমান ভূঁইয়া, জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী সূর্যসেন রায়, উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব বৃন্দ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক প্রভাষক সেলিম আহমদ, উপজেলা যুবলীগ নেতা কুতুব উদ্দিন প্রমূখ।
সানডেসিলেটডটকম /১৩ ডিসেম্বর ২০২০
About Us Contact Us Privacy Policy Terms and Conditions
Design and developed by ওয়েব হোম বিডি