ঢাকা ১লা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৬ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২১
নিজস্ব প্রতিবেদকঃ সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ শেষে ভোট গণণা শুরু হয়েছে। সমিতির ০২ নম্বর হলের ১ম ও ২য় তলায় ভোট গণণা চলছে। আজ বৃহস্পতিবার(১৪ জানুয়ারি) সকাল ১০ টা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত সমিতির ০২ নম্বর হলের ২য় ও ৩য় তলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
এবারের সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৬১০ জন ভোটারের মধ্যে ১৩৪৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার মোঃ এমদাদুল হক এডভোকেট।
এদিকে সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ ও মহানগর দায়রা জজসহ বিজ্ঞ বিচারকবৃন্দ বেলা আড়াইটায় সিলেট জেলা আইনজীবী সমিতির ২০২১ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন পরিদর্শন করেন এবং পরিদর্শন শেষে ভোট কেন্দ্রের উৎসবমুখর পরিবেশ দেখে আনন্দবোধ করছেন বলে মন্তব্য করেন।
সিলেট জেলা আইনজীবী সমিতির সকল বিজ্ঞ আইনজীবীদের সার্বিক সহযোগিতায় এবারের নির্বাচন আনন্দমুখর পরিবেশে এবং শান্তিপূর্ণ হওয়ায় দায়িত্বে নিয়োজিত নির্বাচন কমিশন আনন্দবোধ করছেন এবং সমিতির সকল বিজ্ঞ সদস্যগণকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
সানডেসিলেটডটকম/ ১৪ জানুয়ারি ২০২১
About Us Contact Us Privacy Policy Terms and Conditions
Design and developed by ওয়েব হোম বিডি