ঢাকা ২৮শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৫ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২১
সানডেসিলেটঃ সিলেট উইমেন চেম্বারের উদ্যোগে দুস্থ নারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ৩ জানুয়ারি (রবিবার) ৫০ জন দুস্থ নারীদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয় এবং ২০২০ এর সফল ম্যারথনিক তরুণ উদ্যোক্তা নাসরিন বেগমকে সম্মাননা প্রদান করা হয়।
নারী উদ্যাোগক্তা পারমিতা দাস এর সঞ্চলনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিলেট উইমেন চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায়। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এমদাদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি আল-আজাদ।
প্রধান অতিথি এম কাজী এমদাদুল ইসলাম বলেন, সিলেটের নারী উদ্যোগক্তারা বিভিন্ন ধরনের ব্যবসায় নিয়োজিত তা, খুবই আশা ব্যঞ্জক। তিনি আরও বলেন, শুধু নারী উদ্যোগক্তা হতে অনেক বাধা আসলেও তা মোকাবিলা করার মতো মানসিক শক্তি ও দৃঢ়তা প্রয়োজন।
বিশেষ অতিথি আল-আজাদ বলেন, সিলেট নারী উদ্যোগক্তা আজ যেভাবে নিজেদের মেধার বিকাশ ঘটাচ্ছেন সেই দিন আর দূরে নয় সর্বক্ষেত্রে নারীর ক্ষমতায়ন সুপ্রতিষ্ঠিত হবে। বর্তমান সরকার নারীদের সিলেটের নারী উদ্যোগক্তাদের বিকাশ তারই প্রমাণ।
About Us Contact Us Privacy Policy Terms and Conditions
Design and developed by ওয়েব হোম বিডি