ঢাকা ১লা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৬ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২০
সানডেসিলেট প্রতিবেদকঃ দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির অংশ হিসেবে সিলেট সিভিল সার্জন অফিসের উদ্যোগে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃস্পতিবার (১৭ ডিসেম্বর) সিভিল সার্জন অফিসের ইপি আই কনফারেন্স হলে এই সভা অনুষ্ঠিত হয়। এ বছর সিলেট জেলায় প্রায় ৮,২৬,৮০৩ জন শিশুকে হাম-রুবেলা টিকাদানের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আগামী ১৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারী ২০২১ পর্যন্ত ৬ সপ্তাহ ব্যাপী সারা দেশে এম আর ক্যাম্পেইন উদযাপিত হবে। হাম একটি ভাইরাস জনিত মারাত্মক সংক্রামক রোগ। হামের জটিলতাগুলোর মাঝে যে নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, এনকেফালাইটিস, অন্ধত্ব, বধিরতা ইত্যাদি অন্যতম। রুবেলা একটি ভাইরাস জনিত অত্যন্ত সংক্রামক রোগ। হামের মতোই এটিও হাঁচি, কাশির মাধ্যমে দ্রুত ছড়ায়। গর্ভবতী মায়েরা গর্ভের প্রথম ৩ মাসের সময় রুবেলা ভাইরাস দ্বারা আক্রান্ত হলে শতকরা ৯০% ভাগ ক্ষেত্রে মা থেকে গর্ভের শিশু আক্রান্ত হতে পারে।
৯ মাস থেকে ১০ বছর বয়সের নীচের সকল শিশুদের ১ ডোজ এমআর টিকা প্রদানের মাধ্যমে হাম রুবেলা রোগের বিস্তার দ্রুত হ্রাস করা সম্ভব। ক্যাম্পেইন প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে (শুক্রবার ও সরকারী ছুটির দিন ব্যতীত) ঝুঁকিপূণ ঝুঁকিপূর্ণদুর্গম/বিশেষ এলাকার জনগোষ্ঠিকে টিকা দেওয়ার জন্য অতরিক্তি টিকাদান কেন্দ্র পরিচালিত হবে।
এ বছর কোভিড-১৯ পরিস্থিতিতে আসন্ন এম আর ক্যাম্পেইন সুষ্ঠু ভাবে বাস্থবায়ন, প্রস্তুতি ও ক্যাম্পেইন সংক্রান্ত অন্যান্য কার্যক্রম যথাযথভাবে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে সম্পন্ন করার নিমিত্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্যকর্মী দের হাতের ও ব্যবহৃত সরঞ্জামের পরিচ্ছন্নতা নিশ্চিত করা, শারীরিক দূরত্ব নিশ্চিত করা, পর্যাপ্ত মাস্ক সরবরাহ করা সহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডলের সভাপতিত্বে ও ডা. স্বপ্নীল রায়ের পরিচালনায় উপস্থিত ছিলেন, সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. নুরে আলম শামীম, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার সুজন বনিক প্রমুখ।
সানডেসিলেটডটকম /১৭ ডিসেম্বর ২০২০
About Us Contact Us Privacy Policy Terms and Conditions
Design and developed by ওয়েব হোম বিডি