সানডে সিলেট প্রতিবেদন: শনিবার, ০১ জুন ২০১৯ : সিলেটে সুরমা নদীর কলাপাড়া অংশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১ জুন) বেলা ১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সুরমা নদীর কলাপাড়া অংশে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন।
লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে কোতোয়ালী থানা পুলিশ।
সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিয়া জানান, ধারণা করা হচ্ছে লাশটি আনুমানিক ৩০ বছর বয়সী এক যুবকের। অন্তত ৩-৪ দিন আগের হওয়ায় লাশটি ফুলে পচন ধরেছে।