ঢাকা ৯ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২১
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট জেলার আয়োজনে ২ জানুুয়ারি শনিবার সকালে কার্যালয়ের সভাকক্ষে ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট জেলার উপ-পরিচালক মলয় ভূষণ চক্রবর্তীর সভাপতিত্বে ও সিলেট ট্যুরিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক শাহীন আহমদের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোঃ জাহিদ হোসেন মোল্লা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের অফিস সহকারী রুবেল আলমের কুরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভায় বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ কবিরুল হাসান, পরিদর্শক ফনী ভূষণ রায়, নিউ প্রশান্তি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক মিহির দেব, বাধঁন মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের ম্যানেজার বিপ্লব চৌধুরী, নিউ প্রেরণা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের ম্যানেজার শেখ ফারুক আহমদ, প্রশংসা মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রের স্টাফ বাবুল আহমেদ, প্রতিশ্রুতি মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রের সুপার ভাইজার ইয়াহিয়া হোসেন, এইম ইন লাইফ মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রের স্টাফ ছাদ আহমদ, আহবান মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের স্টপ আল রাজিব প্রমুখ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা শেষে কেক কাটা ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়।
About Us Contact Us Privacy Policy Terms and Conditions
Design and developed by ওয়েব হোম বিডি