ক্রীড়া প্রতিবেদকঃ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ব্যবস্থাপনায় আয়োজিত গ্রাসরুট কোচেস কোর্স সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে সিলেটের বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষন কেন্দ্রে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম।
এসময় তিনি কোর্সে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট বিকেএসপি’র উপ-পরিচালক হাসান আল মাসুদ।
উক্ত কোর্সে চট্রগ্রাম ও সিলেট বিভাগের সর্বমোট ৩৩ জন প্রশিক্ষককে সনদ প্রদান করা হয়। কোর্সটির প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন হাসান আল মাছুদ ও শহীদুল ইসলাম।
সানডেসিলেটডটকম/ ২২ ডিসেম্বর ২০২০