সানডে সিলেট ডেস্ক: বুধবার, ২২ জানুয়ারি ২০২০ : সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের এপিএস ও শহীদ মনসুর আলী মেডিক্যাল কলেজের পরিচালক মীর মোশাররফ হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২২ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো তলবি নোটিশে পাঠানো হয়েছে। তাকে আগামী ২৭ জানুয়ারি সংস্থার প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।
সংস্থাটির উপ-পরিচালক মো. সামছুল আলম সই করা নোটিশ মীর মোশাররফ হোসেন এর উত্তরার বাসার ঠিকানায় পাঠানো হয়েছে।
দুদকের জনসংযোগ দপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে। বিভিন্ন সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজে পছন্দের ঠিকাদারকে যন্ত্রপাতি ও এমএসআর সামগ্রী সরবরাহে সহায়তার মাধ্যমে অর্থ আত্মসাতসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে মীর মোশাররফ হোসেন এর বিরুদ্ধে।
প্রায় একই অভিযোগে এর আগে বর্তমান স্বাস্থ্যমন্ত্রীর সদ্য বরখাস্তকৃত এপিএস ড. মোহাম্মদ আরিফুর রহমান সেখ-কে তলব করে দুদকের একই টিম। তাকে ২৩ জানুয়ারি জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে।