ঢাকা ২রা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২০
সাবেক নৌ মন্ত্রী ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাহজাহান খান এমপির সাথে সৌজন্য সাক্ষাত করে তাদের দুঃখ দুর্দশা বর্ণনা করেছেন সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলা পানি নিষ্কাশন বালু পাথর উত্তোলন ও বহনকারী শ্রমিক ট্রেড ইউনিয়ন রেজি চট্ট ২২৬৩ (জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভূক্ত) এর নেতৃবৃন্দ।
শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে সিলেট সার্কিট হাউসে নেতৃবৃন্দ সাবেক নৌ মন্ত্রী শাহজাহান খান এমপির সাথে এই মতবিনিময়ে মিলিত হন।
এসময় নেতৃবৃন্দ বেকার পাথর শ্রমিকদের করুণ জীবন-যাপনের কথা অবহিত করেন। নেতৃবৃন্দ জানান, পাথর কোয়ারী বন্ধ থাকার ফলে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে দিন-যাপন করছেন। এব্যাপারে তার সহযোগিতা কামনা করেছেন পাথর শ্রমিক নেতৃবৃন্দ।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি সিরাজুল ইসলাম, কোষাধ্যক্ষ ফারুক আহমদ, তথ্য বিষয়ক সম্পাদক কামরুজ্জামান, শ্রমিক নেতা আব্দুল আজিজ, আসাদুজ্জামান, আব্দুল আওয়াল, আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
About Us Contact Us Privacy Policy Terms and Conditions
Design and developed by ওয়েব হোম বিডি