সানডে সিলেট ডেস্ক: বুধবার, ১৭ জুন ২০২০ : সাবেক চিফ হুইপ এবং মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ করোনা পজিটিভ এসেছে। তিনি বর্তমানে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ভর্তি আছেন।
মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় তার ব্যক্তিগত সহকারী আহাদ মো. সাঈদ হায়দার বিষয়টি নিশ্চিত করেন। সাঈদ হায়দার জানান, করোনা টেস্টের উনার পজিটিভ এসেছে। উনার শ্বাসকষ্ট নেই,তবে জ্বর ও কাশি রয়েছে। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
উপাধ্যক্ষ আব্দুস শহীদ করোনা উপসর্গ নিয়ে গেলো রোববার (১৪ জুন) গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ভর্তি হন। তিনি সংসদ অধিবেশনে যোগ দেওয়ার কথা থাকলেও অসুস্থতার কারণে যোগ দেননি।