ঢাকা ২৬শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৩ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২০
ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন ইমজার সহযোগী সদস্য মুজিবুর রহমানের বাড়িতে গত ২৬ নভেম্বর রাতে দুর্বৃত্তের হামলার তীব্র নিন্দা জানাচ্ছে ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন ইমজা।
ইমজার নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, যথাযথ তদন্ত সাপেক্ষে হামলাকারীদের বিরুদ্ধে প্রশাসনকে আইনানুগ ব্যাবস্থা নেওয়ার জন্য আহবান জানান। নেতৃবৃন্দ বলেন, মাদক ব্যাবসায়ী ও হামলাকারী যেই হোক না কেন তাদের বিরুদ্ধে সব সময় সোচ্চার ইমজা।
উল্লেখ্য, সাংবাদিক মুজিবুর রহমান ডালিমের বাসায় গত ২৬ নভেম্বর রাত আটটার দিকে একদল মাদক কারবারি ও চাঁদাবাজ সন্ত্রাসী হামলা চালায়। ঘটনার পরপরই রাতে সাংবাদিক মুজিবুর রহমান ডালিম বাদী হয়ে শাহপরাণ থানায় মামলা করেন। মামলায় শাহপরাণ উপশহর এলাকার মাদকের হাটের নিয়ন্ত্রক সুগা রানী তাতীসহ ৭ জনকে আসামি করে মামলা করেন।
About Us Contact Us Privacy Policy Terms and Conditions
Design and developed by ওয়েব হোম বিডি