ঢাকা ১লা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৬ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২০
সানডেসিলেট প্রতিবেদকঃ বাংলাদেশ ক্রিকেটে ফের সর্বনাশা করোনার থাবা পড়েছে। টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের করোনা আক্রান্তের দুঃসংবাদের পর এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক।
তিনিই একাই নন, কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন তার স্ত্রী ফারিহা হকও।
মঙ্গলবার মুমিনুলের করোনা আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
তিনি জানান, উপসর্গ দেখা দেয়ায় সোমবার করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন মুমিনুল। তার রিপোর্টে ‘কোভিড-১৯’ পরীক্ষায় পজিটিভ ধরা পড়েছে। করোনা পজিটিভ হওয়ায় আপাতত আইসোলেশনে আছেন মুমিনুল ।
মঙ্গলবার বিকালে এ বিষয়ে নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন মুমিনুল হক।
তিনি লিখেছেন, আল্লাহ সর্বশ্রেষ্ঠ নিরাময়কারী। আশা করি শিগগিরই এই দুঃসময়ের ইতি ঘটবে। সবাই নিরাপদে থাকুন। আমার এবং আমার স্ত্রীর সুস্থতায় দোয়া করুন।
এদিকে এমন খবরে আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ টুর্নামেন্টে মমিনুলের খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আগামী ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে লিগটি।
এর আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন মাশরাফি বিন মর্তুজা, নাজমুল ইসলাম অপু, সাইফ হাসান। তারা সুস্থও হয়েছেন। দিন কয়েক আগে করোনায় আক্রান্ত হন জাতীয় দলের তারকা অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। যে কারণে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশ নিতে পারেননি রিয়াদ।
সানডেসিলেটডটকম/১০ নভেম্বর ২০২০
About Us Contact Us Privacy Policy Terms and Conditions
Design and developed by ওয়েব হোম বিডি