ঢাকা ৬ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২১
সমর্পণ
আয়েশা মুন্নি
চাহিদার ব্যাসার্ধে বিস্তৃত আকাঙ্ক্ষা-
অবারিত অনুভূতি খুঁজি
হৃদয়ের গভীর মহকুমায়।
জীবনের সমতলে আঁধার বৈচিত্র্যে
দোদুল্যমান বিচিত্র স্বপ্নেরা…
আমার নিটোল ইচ্ছেরা কত সুরে কাঁদে
ক্ষতচিহ্নে অক্ষত বাসনা নিয়ে ;
আমার তোমাকে ভেবে ভেবে
অবশেষে ঘুমিয়ে যায়
নিস্তব্ধ রাত্রির চাদরে মুড়ে।
আমি জেগে থাকি শব্দের ব্যাকুলতায়,
এইতো আমি
শুধুই নিজস্ব আমি ।
আমার চারপাশে অসংখ্য ভাবনা দোলে
চেতনায় তুমি – চিন্তায় তুমি
তুমি আছো, থাকবে জাগতিক মর্মমূলে ।
তোমাকে পায় প্রথম প্রভাত
রোদেলা দুপুর
রাতের জোছনা
তুমি আছো চন্দ্র-সূর্যে
শত রকমের উপমায় ।
তুমিই আমার একান্ত আপন
তোমার মাঝেই আমার জীবন সমর্পণ।
বইয়ের নাম- শিল্পস্নান(২০২১)
About Us Contact Us Privacy Policy Terms and Conditions
Design and developed by ওয়েব হোম বিডি