ঢাকা ১৭ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২১
নিজস্ব প্রতিবেদকঃ সিলেট সদর উপজেলার টুকের বাজর ইউনিয়নের মইয়ারচর এলাকার চ্যাম্পিয়নস লীগ (এমসিএল) ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। শনিবার(৩মার্চ) রাতে মইয়ারচর দক্ষিণের মাঠে মইয়ারচর কিশোর কর্তৃক আয়োজিত ১ম নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্ট আয়োজক সংস্থার সভাপতি কুতুব উদ্দিনের সভাপতিত্বে ও রফিকুল ইসলাম ইমনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) সিলেট এর ব্যুরো চীফ মকসুদ আহমদ মকসুদ। বিশেষ অতিথি ছিলেন হাজী আব্দুস সাত্তার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জুনায়েদ খোরাসানী, শাহ খুররম ডিগ্রী কলেজের বাংলা বিভাগের প্রভাষক কমর উদ্দিন, শাহানুর আলম, সমাজসেবক তারেক হোসেন,মনোয়ার হোসেন,সাদ উদ্দিন,রিয়াজ উদ্দিন, বাচ্চু খোরাসানী প্রমুখ।
টুর্নামেন্টে দায়িত্ব পালন করেন আবদুল আহাদ, তুহিন আহমেদ, ইমাদ আহমেদ, জুবায়ের আহমদ, সায়েফ আহমদ, জাবেদ আহমদ, আবদুর রাকিব, নাসিম আহমদ, জাহাঙ্গীর আলম, হাসান হাকিম, সুজন আহমেদ, মুহিন আহমদ, রফিকুল ইসলাম ইমন, মাছুম আহমদ, বুরহান, ইহতেশাম মাজ, মাহিন, শাওন, সারুফ, সৌরভ, জামিল, মাহফুজ ইমন প্রমুখ।
উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে গত ১২মার্চ হতে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধে ভাষা শহীদ ৫জনের নামে স্থানীয় পাঁচটি দল এতে অংশগ্রহণ করে। টুর্নামেন্টে শহিদ রফিক উদ্দিন আহমেদ এফসি মইয়ারচর চ্যাম্পিয়ন ও শহিদ শফিউর রহমান এফসি মইয়ারচর রানার আপ হয়। বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড শহিদ শফিউর রহমান এফসি মইয়ারচরের আবদুর রাকিব।
About Us Contact Us Privacy Policy Terms and Conditions
Design and developed by ওয়েব হোম বিডি