ঢাকা ২রা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২১
সানডেসিলেট ডেস্কঃ সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, শীতার্ত অসহায় মানুষ আমাদের সমাজের অংশ। তাদের কল্যাণে যার যার অবস্থান থেকে সাধ্য অনুযায়ী এগিয়ে আসতে হবে। তিনি বলেন, প্রেস মালিক কল্যাণ সমিতির তাদের ব্যবসার পাশাপাশি এই শীতার্ত মানুষের পাশে এসে দাড়িয়েছেন এ জন্য তিনি তাদের ধন্যবাদ জানান।
মঙ্গলবার(২৬ জানুয়ারি) রাতে সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতি কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির উদ্যোগে নগরীর বিভিন্ন স্থানে কম্বল বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সহ সভাপতি প্রদীপ রঞ্জন দাস , সাধারণ সম্পাদক আমিনুল হক বেলাল, সহ সাধারণ সম্পাদক কামাল আহমদ, সাংগঠনিক সম্পাদক রেজাউল হক রেজু, সহ অর্থ সম্পাদক আবু তালেব, প্রচার সম্পাদক সহিদুল ইসলাম, সদস্য তারেক আহমদ, মিসবাহ আহমদ, মাওলানা শাহিনুর রশিদ শাহিন, নেছার আহমদ জামাল, শহীদুল ইসলাম, নীহার রঞ্জন দাশ, মোঃ আব্দুল হামিদ, ওমর ফারুক প্রমুখ।
About Us Contact Us Privacy Policy Terms and Conditions
Design and developed by ওয়েব হোম বিডি