ঢাকা ২৬শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৩ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২১
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারন সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল সহ দায়েরকৃত নেতৃবৃন্দের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রোববার নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল।
বিক্ষোভ মিছিলটি নগরীর তালতলা এলাকা থেকে শুরু হয়ে রেজিষ্টারী মাঠে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে গিয়ে মিলিত হয়। মিছিল পূর্ব সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন। জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সুহেলের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি আব্দুল আহাদ খান জামাল।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শাকিল মোর্শেদ, দেলওয়ার হোসেন চৌধুরী, আলী আকবর খান, দেওয়ান জাকির হোসেন খান, আবু আহমদ আনসারি, সামসুর রহমান, আজিজুর রহমান আজিজ, আলা উদ্দিন মনাই, জাবেদ আহমদ জীবন, মো. আলী সুহেল, মালেক আহমদ, আফছর খান, সৈয়দ সরওয়ার রেজা, সালেক আহমদ, আলতাফ হোসেন টিটু, কামরান হোসেন হেলাল, বুরহান উদ্দিন রাহেল, শহীদ আহমদ সাবু, খন্দকার মনিরুজ্জামান মনির, দুলাল আহমদ, সৈয়দ আমীর আলী, ফাহিম আহমদ চৌধুরী, রুবেল বক্স, আব্দুল মনাফ, শওকত আলী জীবন, আব্দুস সামাদ ফাহিম, আমান খান কয়েছ, আবুল কালাম সাহেদ, জাহেদ আহমদ, ছমক দে পল্লু, প্রভাষক মাকসুদ আলম, সাইফুল আলম কোরেশী, নুরুল ইসলাম রুহুল, আমজাদ হোসেন, রায়হান আহমদ, এসএম সুহেল, আজিজ খান সজিব, জাহাঙ্গীর মিয়া, সোলেমান হোসেন চমন, আব্দুল মুমিন, জাহেদ আহমদ, জুনেদ আহমদ, আব্দুস সালাম, দুলাল আহমদ, সৈয়দ আহমদ, মোস্তাক আহমদ, শাহিন, ফারুক আহমদ, সামছু ইসলাম, তারেক মনোয়ার, এনাম আহমদ রাজ প্রমুখ।
About Us Contact Us Privacy Policy Terms and Conditions
Design and developed by ওয়েব হোম বিডি