সানডে সিলেট : শনিবার, ২৭ জুন ২০২০ : সিলেট শহরতলির টুকেরবাজার থেকে ইয়াবা ও অস্ত্রসহ একাধিক ডাকাতি মামলার আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার রাতে ৫৩ পিস ইয়াবা ও একটি বিদেশি রিভলবারসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. হেলাল উদ্দিন ওরফে চৌকা হেলাল (৪০) সুনামগঞ্জের ছাতকের চৌকা গ্রামের প্রয়াত জমির আলীর ছেলে। হেলালের বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানায় চুরি, ডাকাতি ও অস্ত্র মামলার রুজু আছে।
র্যাব জানায়, উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে র্যাব বাদী হয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানায় অস্ত্র ও মাদক মামলা দায়ের পূর্বক আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।