ঢাকা ২৮শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৫ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২০
সানডেসিলেট প্রতিবেদক: সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান আহমদ হত্যার প্রধান অভিযুক্ত বরখাস্তকৃত এসআই আকবর হোসেন ভূইয়ার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর পৌণে ১টার দিকে আদালত পাড়ায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এসআই আকবর হোসেনকে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবুল কাশেম এর আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) কর্মকর্তা। পরে শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পুলিশ পরিদর্শক আওলাদ হোসেন জানান, রায়হান হত্যার মূল রহস্য উদঘাটনের জন্য আমরা আদালতের কাছে ৭ দিনের রিমান্ড চাই। আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বেলা দেড়টার দিকে আকবরকে আদালতে হাজির করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। কঠোর নিরাপত্তার বেষ্টনির মধ্য দিয়েই আকবরকে আদালতে নেওয়া হয়।
গতকাল সোমবার জেলা পুলিশের অধীনে কানাইঘাট থানা পুলিশ কানাইঘাট সীমান্ত থেকে আকবরকে আটক করে। জেলা পুলিশ রাত ৭টার দিকে আকবরকে পিবিআই কাছে হস্তান্তর করেছে।
About Us Contact Us Privacy Policy Terms and Conditions
Design and developed by ওয়েব হোম বিডি