ঢাকা ৭ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২১
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) অফিসের পরিদর্শক দল আজ বুধবার (১৭ই ফেব্রুয়ারি) সকাল ১১ টায় জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন। সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) অফিসের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. মো. আনিসুর রহমানের নেতৃত্বে পরিদর্শক দলের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. শফিকুল হক চৌধুরী, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের সার্জারী বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. আব্দুল কাদির, সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল এবং বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) অফিসের মেডিকেল অফিসার ডা. সিধু সিংহ।
পরিদর্শক দল অত্র প্রতিষ্ঠানে পৌঁছলে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আবেদ হোসেনের নেতৃত্বে কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. এ. কে. এম. দাউদ এবং হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. তারেক আজাদসহ প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক-চিকিৎসকবৃন্দ তাদেরকে স্বাগত জানান।
এরপর পরিদর্শক দল কলেজ অধ্যক্ষের রুমে এতদসংক্রান্ত বিষয়ে এক সভায় মিলিত হন। পরিদর্শক দল হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং প্রতিষ্ঠানের অবকাঠামোগত সুযোগ-সুবিধাসহ বিভিন্ন বিভাগ আধুনিক মানের চিকিৎসা যন্ত্রপাতি, রোগীদের উপস্থিতির হার, সর্বোপরি চিকিৎসা সেবা বিদ্যমান সুযোগ সুবিধাসহ পারিপার্শিক অবস্থা দেখে ভূয়সী প্রশংসা করেন।
About Us Contact Us Privacy Policy Terms and Conditions
Design and developed by ওয়েব হোম বিডি