ঢাকা ৭ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২১
বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ডা. বানশিধর মিশ্র পাঁচ সদস্য বিশিষ্ট প্রতিনিধিসহ জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন। শনিবার (৬ ফেব্রুয়ারি) প্রতিনিধি দলসহ জালালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছলে মাননীয় রাষ্ট্রদূত সহ প্রতিনিধি দলের সকলকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবেদ হোসেন, উপাধ্যক্ষ অধ্যাপক এ. কে.এম. দাউদ, হাসপাতালের পরিচালক অধ্যাপক মোঃ তারেক আজাদ সহ প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষকবৃন্দ। এরপর প্রতিনিধি দল রাগীব রাবেয়া মেডিকেল কলেজে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা জানান ও ফটো সেশনে অংশগ্রহণ করেন।
পরে রাষ্ট্রদূতসহ প্রতিনিধি দল কলেজের কনফারেন্স রুমে কলেজ অধ্যক্ষ কর্তৃক প্রদত্ত ব্রিফিং সেশনে মিলিত হন। এতে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানবৃন্দ উপস্থিত ছিলেন।
ব্রিফিং সেশন শেষে মাননীয় রাষ্ট্রদূত জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এসময়ে এই প্রতিষ্ঠানের শিক্ষার সুষ্ঠু পরিবেশ, পারিপার্শ্বিক অবস্থা, অবকাঠামোগত সুযোগ সুবিধা, মান সম্মত শিক্ষা উপকরণ, চিকিৎসা সেবার মান ইত্যাদি দেখে ভূয়সী প্রশংসা করেন এবং বলেন যে, কলেজের বিদ্যমান উন্নয়নের ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে এই কলেজের মান আরো অনেক এগিয়ে যাবে। অতঃপর তিনি কলেজের লেকচার গ্যালারী-১ এ অত্র কলেজের নেপালী শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।
About Us Contact Us Privacy Policy Terms and Conditions
Design and developed by ওয়েব হোম বিডি