ঢাকা ৭ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২১
নানা আয়োজনের মধ্য দিয়ে ভাষা শহীদদের স্মরণ করলো জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল। ভাষা শহীদদের স্মরণে আয়োজিত অনুষ্ঠান সমূহের মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে পুষ্পার্ঘ অর্পণ। ২১শে ফেব্রুয়ারি দিনের শুরুতে জাতীয় ও কলেজ পতাকা উত্তোলন করা হয়। কোভিড-১৯ পরিস্থিতির কারণে সরকারী নির্দেশনা মেনে সকাল ১০টায় জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এ.কে.এম. দাউদ সীমিত সংখ্যক শিক্ষক-চিকিৎসক ও কর্মকর্তা নিয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের সকল শিক্ষক-চিকিৎসক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন।
—
About Us Contact Us Privacy Policy Terms and Conditions
Design and developed by ওয়েব হোম বিডি