ঢাকা ২৬শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৩ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২১
নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
করোনা ভাইরাসের টেষ্ট করলে বুধবার (২০ জানুয়ারি) তাঁর রিপোর্ট পজিটিভ ধরা পড়ে।
শারিরীকভাবে তিনি সুস্থ আছেন এবং নিজ বাসায় বর্তমানে আইসোলেশনে আছেন। তাঁর আশু সুস্থতার জন্য তিনি দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
এর আগে গত ১৪ জানুয়ারি বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মঈনুল হোসেন খান নিখিল করোনা ভাইরাসে আক্রান্ত হন। তার দ্রুত সুস্থতা কামনা করে কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে সিলেট জেলা ও মহানগর যুবলীগ পৃথক পৃথক ভাবে মিলাদ ও দোয়া মাহফিল করেছে।
সারাদেশে যুবলীগের প্রতিটি ইউনিটেও নিজ এলাকার মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা চলছে।
সানডেসিলেটডটকম/ ২০ জানুয়ারি ২০২১/রাশেদ
About Us Contact Us Privacy Policy Terms and Conditions
Design and developed by ওয়েব হোম বিডি