মৌলভীবাজার প্রতিনিধি: মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২০ : মৌলভীবাজার শহরের সাইফুর রহমান সড়কের একটি জুতার দোকানে আগুনে পুড়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে।মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ‘পিংকি সুজ’ নামে একটি জুতার দোকান থেকে এই আগুনের সূত্রপাত হয়।
দোকানটির পেছনের বাসা থেকে একই পরিবারের পাঁচজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
নিহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন- সুভাষ রায়, তার মেয়ে প্রিয়া রায় ও বৌদি দীপ্তি রায়। এছাড়া নিহত অন্য দুজন হলেন সুভাষ রায়ের শ্যালক ও তার স্ত্রী। নিহত দীপ্তি রায়ের স্বামী মনা রায় গুরুতর দগ্ধ হয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি আছেন।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) পরিমল দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মৌলভীবাজার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে জুতার দোকানের পেছনের বাসা থেকে একই পরিবারের পাঁচজনের মরদেহ উদ্ধার করে।