ঢাকা ২৮শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৫ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২১
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম) মো. শফিকুল ইসলাম বলেছেন, মোগলাবাজার থানা এলাকার যেখানেই মাদক বিক্রি, জুয়া খেলার খবর পাবেন সাথে সাথে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানাবেন। মাদক ও জুয়া খেলার বিরুদ্ধে নগর পুলিশ জিরো টলারেন্স ভূমিকা পালন করছে। তিনি বলেন, ভুক্তভোগীরা কোনো দালালের ধারস্থ না হয়ে সরাসরি থানায় আসুন। থানাপুলিশ আপনাদের সেবা দিতেই দায়িত্ব পালন করছেন। আপনাদের সেবা দেয়াই পুলিশের কাজ।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় মোগলাবাজার থানা কম্পাউন্ডে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে’তে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. এহসান উদ্দিন চৌধুরী, পিপিএমের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো. সুহেল রেজা পিপিএম।
বক্তব্য রাখেন, শাহপরাণ (রহ.) থানার (অতিরিক্ত দায়িত্বে মোগলাবাজার থানা) সহকারী পুলিশ কমিশনার মাইনুল আবছার, মোগলাবাজার থানার ওসি শামসুদ্দোহা পিপিএম, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুশিক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরান, সিলেট জেলা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল হক শিপু প্রমুখ।
ওপেন হাউজ ডে অনুষ্ঠানে মোগলাবাজার থানার সকল শ্রেণি পেশার লোকজন, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজিত ওপেন হাউজ’ ডে তে উপস্থিত সকলকে মুক্ত আলোচনার সুযোগ দেওয়া হয়।
অনুষ্ঠানে স্থানীয় মোগলাবাজার থানা এলাকার আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ ইউনিয়ন পর্যায়ে নেতৃবৃন্দ ও বিভিন্ন স্তরের লোকজন বক্তব্য রাখেন। বক্তারা প্রত্যেকেই তাহাদের স্বাধীন মতামত ব্যক্ত করেন এবং এলাকার আইন শৃঙ্খলা, অপরাধ দমনসহ এলাকার বিভিন্ন সমস্যার বিষয়ে আলোচনা করেন।
About Us Contact Us Privacy Policy Terms and Conditions
Design and developed by ওয়েব হোম বিডি