ঢাকা ৬ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২১
নিজস্ব প্রতিবেদকঃ সিলেট জেলা ছাত্রলীগের সাবেক উপ-অপ্যায়ন সম্পাদক অসুস্থ মনিরুল হক পিনু উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী’র ত্রাণ তহবিল থেকে ৫ লক্ষ টাকার আর্থিক সাহায্য পেয়েছেন।
সোমবার(২২ ফেব্রুয়ারী) বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক(সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত) সাখাওয়াত হোসেন শফিক প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নির্যাতিত ও মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা পিনুর হাতে সহায়তার চেক তুলে দেন। পিনুর বাড়ি গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ।
উল্লেখ্য যে, ২০১৩ সালে বিএনপি-জামাতের জ্বালাও পোড়াও আন্দোলনের সময়ে গোলাপগঞ্জের হেতিমগঞ্জ থেকে বাড়ি যাওয়ার পথে ইসলামী ছাত্রশিবিরের হামলায় গুরুতর আহত হন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক উপ-আপ্যায়ন বিষয় সম্পাদক মনিরুল হক পিনু। দীর্ঘদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হয় পিনুকে। দীর্ঘদিন ধরে চিকিৎসার পরও তিনি এখনো সুস্থ হতে পারেননি।
এদিকে, তার এ সহায়তার চেক পেয়ে ছাত্রনেতা পিনু বঙ্গবন্ধুকন্যা, মমতাময়ী প্রধানমন্ত্রী জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
About Us Contact Us Privacy Policy Terms and Conditions
Design and developed by ওয়েব হোম বিডি