ঢাকা ১লা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৬ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২১
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী বলেছেন, প্রয়াত রাষ্ট্রপতি পল্লীবন্ধু হোসাইন মুহাম্মদ এরশাদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় পার্টির নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জাতীয় পার্টির চেয়ারম্যান দেশের সফল রাষ্ট্রপতি হিসেবে তাঁর রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সমাপ্ত করতে হবে। দেশের মানুষের কল্যাণে তিনি আজীবন কাজ করে গেছেন। তার স্বপ্ন বাস্তবায়নে মানুষ জাতীয় পার্টির পতাকা তলে সমবেত হচ্ছেন।
তিনি ১৩ ফেব্রুয়ারি শনিবার রাতে নগরীর একটি অভিজাত হোটেলে রিজেন্ট পার্ক রিসোর্ট লি. এর চেয়ারম্যান, উদ্দীপন ইন্টারন্যাশনাল ক্লাবের প্রেসিডেন্ট বিশিষ্ট শিল্পপতি সমাজসেবী, শিক্ষানুরাগী, মিছবা উদ্দিন চৌধুরী রূপনের জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষ্যে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি সদ্য যোগদানকারী মিছবা উদ্দিন চৌধুরী রূপনের জাতীয় পার্টিতে যোগদানকে স্বাগত জানিয়ে আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উপদেষ্টা অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, যোগদান অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ, কেন্দ্রীয় কমিটির সদস্য নজরুল ইসলাম বাবুল, সিলেট জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক খান, মহানগর জাতীয় পার্টির সাবেক সভাপতি অ্যাডভোকেট কাজী আশরাফ উদ্দিন, সিলেট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আব্দুশ শহীদ লস্কর বশির, জাতীয় পার্টি নেতা আহসান হাবীব মঈন, জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান বারাকাত।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক দপ্তর সম্পাদক মামুনুর রশীদ মামুন, জেলা মটর শ্রমিক পার্টির সভাপতি এম. বরকত আলী, যুগ্ম সম্পাদক তিতাস খান, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি আবুল কালাম তাপাদার, সহ সভাপতি ছালিক আহমদ, মাহমুদুল আম্বিয়া হোসেন, সাংগঠনিক সম্পাদক সুমন আহমদ, সদস্য মিটন কুমার দাস, সুবেদ আহমদ, রুবেল আহমদ, রাহেল আহমদ, মোহাম্মদ আলী, আব্দুল আহাদ, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সাবেক যুগ্ম আহ্বায়ক এসএইচ জাকির হোসেন, আফসর আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে জাতীয় পার্টিতে সদ্য যোগদানকারী রিজেন্ট পার্ক রিসোর্ট লি. এর চেয়ারম্যান, উদ্দীপন ইন্টারন্যাশনাল ক্লাবের প্রেসিডেন্ট মিছবা উদ্দিন চৌধুরী রূপনকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন নেতৃবৃন্দ। যোগদানকারী মিছবা উদ্দিন চৌধুরী রূপন তার প্রতিক্রিয়ায় বলেন, সাবেক রাষ্ট্রপ্রতি হুসেইন মুহাম্মদ এরশাদের স্বপ্ন বাস্তবায়নে ও পার্টির কল্যাণে আমি আজীবন কাজ করে যাবো।
About Us Contact Us Privacy Policy Terms and Conditions
Design and developed by ওয়েব হোম বিডি