ঢাকা ১৭ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২১
নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা- সিলেট পুরাতন মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে পিকআপ ও মোটর সাইকেলের সংঘর্ষে আমির খান শিপন (২৫) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। এ সময় তার দুই সঙ্গী গুরুতর আহত হন। নিহত শিপন চুনারুঘাট পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও চুনারুঘাট পৌর এলাকার গড়াইল গ্রামের নাছির খানের ছেলে।
বুধবার(৭ এপ্রিল) দুপুর ১ টার দিকে পুরাতন মহাসড়কের সুরমা চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর গোলাম মোস্তাফা জানান, বেলা দেড়টার দিকে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা-বাগান গেটের সামনে চুনারুঘাট পৌর ছাত্রলীগের সহ-সভাপতি শিপন খান ও আরও দুইজন মাধবপুরে যাওয়ার পথে তাদের মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় শিপন ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে তেলিয়াপাড়া ফাঁড়ির পুলিশ ও বিজিবি সদস্যরা পিকআপ ভ্যানটি আটক করেন এবং নিহতের লাশ উদ্ধার করেন। তবে পিকআপের চালক পালিয়ে যান।
About Us Contact Us Privacy Policy Terms and Conditions
Design and developed by ওয়েব হোম বিডি