ঢাকা ১লা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৬ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২১
হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব, লালবাগ মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা জসিমউদদীনের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উলামা পরিষদ বাংলাদেশের নেতৃবৃন্দ। বুধবার (১০ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে নেতৃবৃন্দ এই প্রতিবাদ জানান।
বিবৃতি প্রদানকারী নেতৃবৃন্দরা হলেন, উলামা পরিষদ বাংলাদেশের সভাপতি, জামেয়া দরগাহ মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদীস মুহিব্বুল হক গাছবাড়ী, উলামা পরিষদের সহ সভাপতি প্রিন্সিপাল মজদুদ্দিন আহমদ, ক্বারী মোজাম্মিল হোসাইন, মাওলানা রেজাউল করিম জালালী, সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসান ফয়সল, যুগ্ম সাধারণ মাওলানা মুহিবুর রহমান মিঠিপুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ, সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ আল আজাদ, প্রচার সম্পাদক মাওলানা হোসাইন আহমদ, নির্বাহী সদস্য মুফতি রশীদ আহমদ, মাওলানা শামসুল ইসলাম, মাওলানা বদরুল ইসলাম, মাওলানা মনজুর আহমদ, মাওলানা মাহমুদ হাসান, মাওলানা নেয়ামত উল্লাহ, মাওলানা নাজিম উদ্দিন প্রমুখ।
এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মাওলানা জসিম উদ্দিন একজন বয়োবৃদ্ধ আলেম, মুহাদ্দিস। এমন একজন বয়োবৃদ্ধ আলেমকে পেছন থেকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত করার ঘটনা চরম উদ্বেগজনক। বাংলাদেশের মতো স্বাধীন দেশে একজন বিচক্ষণ আলেমেদ্বীনের উপর হামলার ঘটনা দেশের লক্ষ কোটি তৌহিদি জনতা কখনো বরদাশত করবে না। পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এ ন্যাক্কারজনক হামলা করা হয়েছে। অনতিবিলম্বে এই সন্ত্রাসী হামলায় জড়িতদের খোঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বিজ্ঞপ্তি
About Us Contact Us Privacy Policy Terms and Conditions
Design and developed by ওয়েব হোম বিডি