ঢাকা ১লা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৬ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২০
সানডেসিলেট প্রতিবেদকঃ ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী (স.)-কে নিয়ে ব্যঙ্গচিত্রের প্রতিবাদে হেফাজতে ইসলাম সিলেটের উদ্যোগে নগরীর রেজিষ্ট্রি মাঠে চলছে মহা সমাবেশ। শনিবার (২১ নভেম্বর) বিকাল ২টা থেকে শুরু হয়ে চলছে সমাবেশের কার্যক্রম। সমাবেশের প্রধান অতিথি হেফাজতের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসে পৌছেছেন বলে জানিয়েছেন আয়োজকরা।
সরেজমিনে রেজিষ্ট্রি মাঠ ও আশপাশ এলাকা ঘুরে দেখা যায়, দুপুর ১২টা থেকে সিলেটের বিভিন্ন উপজেলা থেকে হেফাজতের নেতাকর্মীরা বাস, খোলা ট্রাকে করে খন্ড খন্ড মিছিল নিয়ে রেজিষ্ট্রি মাঠের দিকে আসতে থাকেন। এক পর্যায়ে রেজিষ্ট্রি মাঠ উপচে পড়ে তালতলা পয়েন্ট, ক্বীন ব্রীজের মুখ থেকে সিটি পয়েন্ট পর্যন্ত সমাবেশ বিস্তৃত হয়।
সমাবেশে সিলেটের বিভিন্ন এলাকার আলেম উলামারা বক্তব্য রাখছেন এবং কিছু সময় পর পর নারায়ে তাকবির ধ্বনিতে মুখরিত হয়ে উঠছে এলাকা। কিছু সময়ের মধ্যে আল্লামা জুনায়েদ বাবু নগরী, মহাসচিব আল্লামা নূর হোসাইন ক্বসেমীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন বলে জানা গেছে।
About Us Contact Us Privacy Policy Terms and Conditions
Design and developed by ওয়েব হোম বিডি