সানডে সিলেট ডেস্ক
শনিবার (১০ অক্টোবর) মধ্যরাতে সিলেটে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। শনিবার রাত ১১ টা ৩৯ মিনিটে এই ভূমিকম্প হয়। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ভারতের মণিপুর রাজ্যে এই ভূমিকম্পের উৎপত্তি। উৎপত্তিস্থলে এর মাত্রা ৫.৪ ডিগ্রী।
মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে ওঠার সময়ে নগরবাসীর মধ্যে আতঙ্ক দেখা দেয়। অনেককে আতঙ্কে ছুটোছুটি করতেও দেখা যায়। যুক্তরাষ্ট্রভিত্তিক ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে ভারত, বাংলাদেশ ও মিয়ানমার তিনদেশে ভূকম্পন অনুভূত হয়েছে।