ঢাকা ২৮শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৫ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২১
সানডেসিলেট ডেস্কঃ সিলেট মহানগরীর ঐতিহ্যবাহী মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে আজ সোমবার(১ ফেব্রুয়ারী) দায়িত্বভার গ্রহণ করেছেন অত্র কলেজের সহযোগী অধ্যাপক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ এনামুল হক চৌধুরী।
গত ১৯ জানুয়ারি গভর্ণিং বডির ১১০তম সভায় তাঁকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করা হয়। তিনি ১৯৯৪ সালের ২০ নভেম্বর অত্র কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রভাষক হিসাবে যোগদান করেন। তাঁর বাড়ি সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামে। তিনি সিলেট এম.সি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অনার্স এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এম এস এস ডিগ্রী অর্জন করেন।
মোঃ এনামুল হক চৌধুরী দায়িত্ব গ্রহণ করে ছাত্রী-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকসহ সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
About Us Contact Us Privacy Policy Terms and Conditions
Design and developed by ওয়েব হোম বিডি