ঢাকা ১৭ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২১
আমার জন্মদিনে ফিরে এলাম
নিজের গ্রামে, দেওয়ান বাড়ীতে,
সময়ের বিবর্তনে, এসেছে পরিবর্তন
দেখি গ্রাম বাংলার মাটিতে।
মায়া-মমতার সেই দিন
ছিল প্রতিনিয়ত যখন,
সময়ের বিবর্তনে, এসেছে পরিবর্তন
পরিবারের মাঝে এখন।
জোনাকিরা ছিল দলে দলে
গভীর নিশিত আঙিনায়,
সময়ের বিবর্তনে, এসেছে পরিবর্তন
আজ সব গেছে হারায়।
ভোরের আলোতে, ফুলের সৌরভে
সারা বাড়ীতে, জেগে ছিল প্রাণ,
সময়ের বিবর্তনে, এসেছে পরিবর্তন
সব কিছু মনে হয় ম্রিয়মাণ।
আদর সমাদর সবই ছিল
আঁশে পাশের বাড়ীগুলোতেই,
সময়ের বিবর্তনে, এসেছে পরিবর্তন
অতিথি পরায়নতা আর নেই।
রাখালের সেই বাঁশির সুর
বদলে গেছে যেমন এখন,
সময়ের বিবর্তনে, এসেছে পরিবর্তন
যখন দেখি, তার হাতে টেলিফোন।
সতো ব্যস্ততার মাঝেও ছিল বিদ্যমান
খোশ আমদেদ করেছি প্রতিনিয়ত,
সময়ের বিবর্তনে, এসেছে পরিবর্তন
স্মৃতিগুলো তাড়া দেয় আজ যতো।
ছেলেমেদের দৌরাত্ম্য, খুশিতে মত্ত
বিকেলের হাওয়াতে ফোঁটে অপূর্ব দৃশ্য,
সময়ের বিবর্তনে, এসেছে পরিবর্তন
পড়ে আছে খালি মাঠ, নেই যেন শস্য ।
এ কোন কারাগারে আবদ্ধ মোরা
আছি অত্যাধুনিক যন্ত্রপাতির খেলায়,
সময়ের বিবর্তনে, এসেছে পরিবর্তন
ভুলে গেছি মায়া-মমতা, ব্যস্ততার ভোলায়।
কত যে ছিল প্রশান্তিতে ঘেরা
আমার জন্মভূমি বালাগঞ্জের গহরপুরে,
সময়ের বিবর্তনে, এসেছে পরিবর্তন
সবই আছে, তবু মনে হয় বহুদুরে।
———//———
About Us Contact Us Privacy Policy Terms and Conditions
Design and developed by ওয়েব হোম বিডি