ঢাকা ১লা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৬ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২০
যারা মূর্তি এবং ভাস্কর্য নিয়ে বিতর্ক শুরু করেছে তাদের ওপর রাজাকার, আল-বদর, আল-শামস, যুদ্ধাপরাধীদের প্রেতাত্মারা ভর করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির আইন সম্পাদক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
রবিবার (৬ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে সাধারণ আইনজীবীদের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন। কুষ্টিয়া শহরের পাঁচরাস্তার মোড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তির দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, একাত্তর সালে তারা বলেছে যারা পাকিস্তানের বিরোধিতা করবে তারা মুসলমান থাকবে না। তারা সেসময় এ দেশকে আটকাতে পারেনি। এদের বংশধররাই বলে এটা মূর্তি, এটা প্রতিমা। স্বাধীনতার স্বপক্ষের সরকারের বিরোধিতা করার জন্যই তারা এসব কথা বলে। ইসলাম প্রতিষ্ঠা করা তাদের উদ্দেশ্য না। আমার মনে হচ্ছে, যারা মূর্তি এবং ভাস্কর্যের বিতর্ক শুরু করেছে এদের ওপর রাজাকার, আল-বদর, আল-শামস, যুদ্ধাপরাধীদের প্রেতাত্মারা ভর করেছে।’
ব্যারিস্টার সুমন আরও বলেন, ‘এদের ফান্ড কোত্থেকে আসতেছে, তারা টাকা কোথা থেকে পাচ্ছে সে বিষয়টিও সরকার দেখতে হবে।’
তিনি বলেন, ‘আমি সরকারের কাছে দাবি জানাবো, যারা এই ভাস্কর্য ভাঙচুর করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’ যারা ভাস্কর্য ভেঙেছে তাদেরকে রাষ্ট্রদ্রোহ মামলার অধীনে আনা যায় কিনা সে বিষয়ে বিবেচনা করতে ব্যারিস্টার সুমন দলের সিনিয়র আইনজীবীদের প্রতি অনুরোধ জানান।
সুমন বলেন, ‘পাকিস্তানে যখন ভাস্কর্য হয়, তখন বলে পবিত্র, সৌদি আরবে যখন ভাস্কর্য হয়, তখন বলে পবিত্র। যখন ইরানে হয়, তুরস্কে হয়, যখন এরদোয়ানের ভাস্কর্য হয়, তখন বলে পবিত্র, একমাত্র বাংলাদেশে জাতির পিতার ভাস্কর্য হওয়ার পর তারা অন্য কথা বলছে।’
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক মমতাজ উদ্দিন আহমেদ মেহেদীর সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন হুমায়ুন কবির চৌধুরী, মশিউর রহমান, মাহফুজুর রহমান লিখন, নাসরিন সিদ্দিকা লিনা, মাসুদ আলম চৌধুরী, শেখ ওবায়দুর রহমান, সুবীর নন্দী দাস, নুরুন্নাহার নুপুর, শাহলা শারাফাত, ফরিদা পারভিন ফ্লোরা, কোহিনুর লাকি, সাবিনা ইয়াসমিন, জুলফিয়া আক্তার রিতা প্রমুখ।
About Us Contact Us Privacy Policy Terms and Conditions
Design and developed by ওয়েব হোম বিডি