নিজস্ব প্রতিবেদকঃ ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। সাড়ে তিন মাস ধরে দেশে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। শনিবার চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজবোঝাই কয়েকটি ট্রাক প্রবেশ করার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। ফলে বন্দরের সংশ্লিষ্টদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
এদিকে, ভারতীয় পেঁয়াজের চালান দেশে আসায় বাজারে দাম কমতে শুরু করেছে। একদিনের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম কেজিতে কমে বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩২ টাকায়।
এদিকে, হিলি স্থলবন্দরের কয়েকজন আড়তদার জানান, আজ ভারত থেকে পেঁয়াজ আসছে এই খবর বাজারে ছড়িয়ে পড়ে। একদিনের ব্যবধানে দেশি পেঁয়াজ মানভেদে ৩০ থেকে ৩২ টাকায় বিক্রি হচ্ছে। দুইদিন আগেও যেখানে ৩৬ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছিল। কেজিতে ছয় থেকে আট টাকা করে কমে গেছে। দাম আরও কমে আসবে।
প্রসঙ্গত, গত বছরের ১৪ সেপ্টেম্বর কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ভারত সরকার হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। এর ফলে দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়ে যায়। পরিস্থিতি সামাল দিতে হিলি স্থলবন্দরের আমদানিকারকেরা মিয়ানমার, পাকিস্তান, মিশর, তুরস্ক ও চীন থেকে বিপুল পেঁয়াজ আমদানি করে। এরপর স্বাভাবিক হয়ে আসে পেঁয়াজের দাম।
এদিকে ভারতের রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সোনামসজিদ স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ৭ ট্রাক ভারতীয় পেঁয়াজ। নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিন শুক্রবার থাকায় শনিবার ভারতের মাহদীপুর স্থলবন্দর দিয়ে বাংলাদেশের সোনামসজিদ স্থলবন্দরে ৪ জন আমদানীকারকের সাতটি পেঁয়াজের ট্রাক প্রবেশ করে।
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের ম্যানেজার মাঈনুল ইসলাম জানান, শনিবার পেঁয়াজ এসেছে চারটি ট্রাকে। আরো বেশ কয়েকটি ট্রাক প্রবেশের জন্য ভারতের মহদিপুর স্থলবন্দরে অপেক্ষায় রয়েছে। গত ১৪ সেপ্টেম্বর পেঁয়াজ রপ্তানির উপর নিষেধাজ্ঞা দেয় ভারত। এরপরই বাংলাদেশে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়।
গত ২৮ ডিসেম্বর রপ্তানির নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহার করে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। ওই আদেশ ১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে।