ঢাকা ৪ঠা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২০
নাজিয়া হক অর্ষা। লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়া জগতে পা রাখেন। মেধা ও অভিনয় দক্ষতার মাধ্যমে মিডিয়ায় শক্তপোক্ত অবস্থান তৈরি করেছেন এ অভিনেত্রী। বর্তমানে টিভি নাটকে নিয়মিত কাজ করছেন জনপ্রিয় এই অভিনয়শিল্পী। তবে ছোটপর্দার মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও ভালো গল্পের প্রস্তাব পেলে বড়পর্দাও দেখায় অর্ষাকে।
এর আগে অর্ষা অভিনীত দু’টি সিনেমা মুক্তি পেয়েছে। প্রায় ২ বছর পর নতুন সিনেমায় কাজ শুরু করেছেন তিনি।সিনেমা নাম ‘সাহস’। ছবি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা সাজ্জাদ খান। এতে অর্ষার বিপরীতে অভিনয় করছেন মোস্তাফিজুর নূর ইমরান।গেল ২২ নভেম্বর থেকে বাগেরহাটে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। অর্ষা ও ইমরানসহ সবশিল্পী শুটিংয়ে অংশ নিয়েছেন। টানা ৮ ডিসেম্বর সেখানে শুটিং চলবে। সম্প্রতি ‘বুমেরাং’ নামে ওয়েব সিরিজে অভিনয় করে দারুণ আলোচনায় আসেন তিনি।
এ ওয়েব সিরিজে তার সংলাপ আর পোশাকআশাক ছিল বেশ সাহসী। আর অন্তরঙ্গ দৃশ্যে অভিনেত্রীর সাবলীল উপস্থিতির কারণে দর্শক তাকে কাঠগড়ায় দাঁড় করান। এবার ‘সাহস’ নামে একটি সিনেমায় অভিনয় করছেন অর্ষা।
গত ২২ নভেম্বর থেকে বাগেরহাটে দৃশ্যধারণের কাজ চলছে। সেখানে সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়েছেন অর্ষা। তার সঙ্গে রয়েছেন অভিনেতা কাজী ইমরান নূর। সাজ্জাদ খান পরিচালিত এই সিনেমায় থিয়েটার রেপার্টরি বাগেরহাটের একদল শিল্পী অভিনয় করছেন। অডিশনের মাধ্যমে প্রায় ৫০ জন তরুণ শিল্পী এই চলচ্চিত্রে অভিনয় করছেন।
লাক্স তারকা অর্ষা অভিনীত উল্লেখযোগ্য নাটক হলো- ‘ক্রস অ্যাকশন’, ‘চাঁদ-ফুল-অমাবস্যা’, ‘স্বপ্ন সহচারী’, ‘দ্বন্দ্ব’, ‘আমার কথাটি ফুরালো না’, ‘ফিরে ফিরে আসা’, ‘স্বদেশ’, ‘সাতকাহন’, ‘প্রিয়া’ প্রভৃতি।
About Us Contact Us Privacy Policy Terms and Conditions
Design and developed by ওয়েব হোম বিডি