ঢাকা ১লা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৬ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২০
সানডেসিলেট প্রতিবেদকঃ বিশ্বনাথে সিরাজুল ইসলাম মেমোরিয়াল ট্রাস্ট ফ্রী ফ্রাইডে ক্লিনিক এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বাদ জুম’আ বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের অলংকারী গ্রামের হাজী আব্দুল মছব্বির সাহেবের বাড়িতে এ ট্রাস্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার মো. ময়নুল হক।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর ডা. ময়নুল হক সিরাজুল ইসলাম মেমোরিয়াল ট্রাস্ট ফ্রী ফ্রাইডে ক্লিনিকের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ওই ট্রাস্টের মাধ্যমে অলংকারী ইউনিয়ন তথা পুরো বিশ্বনাথ উপজেলার জনগণকে চিকিৎসা সেবা প্রদান করে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে। ওই ট্রাস্টের মাধ্যমে গরীব অসহায় শিক্ষার্থী এবং অস্বচ্ছল পরিবারকে সার্বিকভাবে সহায়তা প্রদান করা হবে। এ ক্ষেত্রে সকলের সার্বিক সহযোগিতা প্রদান করা একান্ত প্রয়োজন।
অনুষ্ঠানে হাজী আব্দুল মছব্বিরের সভাপতিত্বে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন মরহুম সিরাজুল ইসলামের ছোট ভাই সিলেট এম. এ. জি ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও ফরেনসিক মেডিসিনের বিভাগীয় প্রধান ডা. শামসুল ইসলাম। তিনি তার বক্তব্যে সিরাজুল ইসলাম মেমোরিয়াল ট্রাস্ট ফ্রী ফ্রাইডে ক্লিনিক এর কাজ কর্ম তুলে ধরেন। এবং বৃহস্পতিবার (১২ নভেম্বর) ১০ জন অস্বচ্ছলকে অত্যাধুনিক পদ্ধতিতে ফ্রি খৎনা প্রদান করার কথা উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার বর্নালী পাল, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুর রহমান, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার(ওসমানীনগর সার্কেল) মো. রফিকুল ইসলাম, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ মো. শামীম মুসা, কামাল বাজার ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এ কে এম মনোহর আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের কাজী মো. জামাল উদ্দিন, সাবেক সভাপতি রফিকুল ইসলাম যুবায়ের। অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন রাম সুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মহসিন আলী।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সিরাজুল ইসলাম মেমোরিয়াল ট্রাস্ট ফ্রী ফ্রাইডের আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ট্রাস্টের সাফল্য কামনা করেন।
উল্লেখ্য, আলহাজ্জ সিরাজুল ইসলাম মেমোরিয়াল ট্রাস্ট ফ্রী ফ্রাইডে ক্লিনিকের মাধ্যমে প্রতি মাসে একদিন পর্যায়ক্রমে সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি চিকিৎসা প্রদান, ফ্রি খৎনা ক্যাম্প, ফ্রি চক্ষু ক্যাম্প, ফ্রি হার্ট ক্যাম্প, ফ্রি ডায়াবেটিস ক্যাম্প সহ গরীব ও মেধাবী ছাত্র/ছাত্রীদের সাধ্যমত সহযোগিতা প্রদান করা হবে।
সানডেসিলেটডটকম/১৪ নভেম্বর ২০২০
About Us Contact Us Privacy Policy Terms and Conditions
Design and developed by ওয়েব হোম বিডি