ঢাকা ২৬শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৩ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২১
সানডেসিলেট ডেস্কঃ জাতীয়পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সভাপতি আলহাজ্জ মোহাম্মদ আতিকুর রহমান আতিক এর উদ্যোগে গরিব, অসহায়, দুস্থ ও শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ২১ জানুয়ারি (বৃহস্পতিবার) দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের কলাবাগান এলাকায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণকালে সিলাম ইউনিয়নের সাবেক মেম্বার ময়নুল ইসলামের সভাপতিত্বে ও জেলা যুব সংহতি এর যুগ্ন-সম্পাদক শাহিন আহমদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, সিলেট জেলা জাতীয়পার্টির সদস্য সচিব আহসান হাবিব মঈন। বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন।
এসময় উপস্থিত ছিলেন, যুব নেতা সাহিদ মিয়া, জিলু মিয়া, আস্তাব আলী, সফর আলী, ইরা মিয়া, রুমান আহমদ, সুমন আহমদ প্রমূখ। বক্তব্য রাখেন, জেলা মটর শ্রমিক পার্টির সহ-সভাপতি দুলাল আহমদ, সাবেক যুব নেতা নুর মিয়া, জাকির হোসেন (ছানা), ইউনিয়ন যুব সংহতির আহব্বায়ক আনহার আলী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শীতে অসহায় মানুষেরা অনেক কষ্টে দিন যাপন করেন। আমাদের সকলেরই উচিত নিজ নিজ অবস্থান থেকে তাদেরকে একটু হলেও সহযোগিতা করা। তাই আমাদের সকলকে শীতে অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসতে হবে। তিনি সমাজের সকলকে অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান।
মোহাম্মদ আতিকুর রহমান আতিকের উদ্যোগে সিলেটের দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জে পর্যায়ক্রমে ৩ হাজার শীতার্ত পরিবারকে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। তিনি বলেন, জাতীয়পার্টি আবার প্রতিষ্টিত হওয়ার জন্য হাটে-মাঠে কাজ করে যাচ্ছে। আতিকুর রহমান আতিক সাহেব করোনার সময় গরিবদের ত্রাণ দিয়েছেন। তিনি অত্যান্ত অমায়িক মানুষ। এছাড়াও আরো বলেন, যদি আগামীতে নির্বাচন হয় তাহলে আপনারা দল-মত নির্বিশেষে জাতীয়পার্টিকে সাহায্য সহযোগীতা করবেন।
এসময় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের সুস্থতা কামনা করে ও মরহুম পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনা করে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সমাপ্ত করা হয়।
About Us Contact Us Privacy Policy Terms and Conditions
Design and developed by ওয়েব হোম বিডি