ঢাকা ৩রা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২০
বিশ্বব্যাংকের অর্থায়নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রণালয়ের স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন
(এসডিএফ) এর সহায়তায় নূতন জীবন লাইভলীহুড প্রজেক্ট (এনজেএলআইপি) এরউদ্যোগে ২১ শে নভেম্বর শনিবার সিলেট শহরতলীর বালুচর শান্তিবাগে এনজেডিসিএস এর কার্যালয় ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে এক মতবিনিময় সভা
অনুষ্ঠিত হয়।
এসডিএফ সিলেট এর ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মো. শরিফুল আজাদের সভাপতিত্বে ও জেলা কর্মকর্তা সৈয়দ আল মামুনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট গ্যাস ফিল্ড এর পরিচালক সৈয়দ এপতার হোসেন পিয়ার।
এছাড়া আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ওসি তদন্ত ইন্দ্রনীল ভট্রাচার্য রাজন, স্বাগত বক্তব্য রাখেন এসডিএফ এর গ্রাম সমিতির সভাপতি হাসিনা বেগম।
প্রধান অতিথির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেন- সফলতার সাথে এসডিএফ দিন দিন এগিয়ে যাচ্ছে। তাদের কার্যক্রম অত্যান্ত প্রশংসনীয়। এসডিএফ সব সময় দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে। শুধু তাই নয় দারিদ্র বিমোচনের সফলভাবে কাজ করে যাচ্ছে এসডিএফ। যার ফলশ্রুতিতে আজ গ্রামের অতিদরিদ্র ও দরিদ্র মানুষ তাদের জীবন মানের উন্নয়ন করতে অনেকটা এগিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন দীর্ঘদিন পর এসডিএফ নিজস্ব অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে যাচ্ছে এটা খুবই আনন্দের বিষয়। তিনি করোনা কালীন সময়ে উপস্থিত সকলকে মাস্ক ও হ্যানসেনিটাইজার ব্যবহার করার আহবান জানান এবং এসডিএফ সাফল্যতা কামনা করেন।
About Us Contact Us Privacy Policy Terms and Conditions
Design and developed by ওয়েব হোম বিডি