সানডে সিলেট ডেস্ক: বুধবার, ১৮ মার্চ ২০২০ : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যসহ সব ধরনের পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে। কেউ গুজবে কান দেবেন না। কেউ আতঙ্কিত হয়ে অতিরিক্ত পণ্য কিনবেন না। আজ বুধবার (১৮ মার্চ) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
টিপু মুনশি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ কমাতে স্কুল-কলেজ বন্ধ হওয়ায় আতঙ্কিত হয়ে অনেকে জিনিসপত্র বেশি কিনছেন। সব ধরনের পণ্যের পর্যাপ্ত মজুত ও সরবরাহ থাকায় পাইকারি বাজারে কোনও দাম বাড়েনি। খুচরা বাজারে বেশি বিক্রি হওয়ায় কিছুটা দাম বেড়েছে।